প্রকাশিত: Fri, Jan 5, 2024 9:47 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:11 PM

নিজের খরচে ছুটি কাটালেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

সওগাত আলি সাগর, ফেসবুক থেকে: ক্রিসমাসের পরদিনই পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটাতে গেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জামাইকায় তিনি তাঁর আলাদা থাকা স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো এবং ছেলেমেয়েরা তাঁর সঙ্গে থাকছেন- এই তথ্যও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিলো। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিলো- তাঁর পরিবারের সদস্যদের যাতায়ত, থাকা খাওয়াসহ সমুদয় খরচ তারা নিজেরা বহন করবেন। এমনকি প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে ভ্রমনের জন্যও তারা ভাড়া পরিশোধ করবেন। 

সফরশেষে ফিরে আসার ঠিক আগের দিন আজ(বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতি দিয়ে জানালো- প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা জামাইকয়ায় তাঁদের পারিবারিক বন্ধুর বাড়ীতে থেকেছেন, সম্পূর্ণ বিনা খরচে।  কার বাড়ীতে থেকেছেন, সেটি অবশ্য প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়নি।